এই পাঠগারে এখস বইয়ের সংখ্যা প্রায় ৯ হাজার। সংগ্রহকৃত বইয়ের মধ্যে অধিকাংশ অথেনটিক বই। বর্তমানে পাঠাগারে দর্শন, ইতিহাস, ধর্মীয়, মনোবিজ্ঞান, কাব্যগ্রন্থ, প্রবন্ধ গন্থ, উপন্যাস, ছোটগল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনী, ঐতিহ্য, সাহিত্য, মুক্তিযুদ্ধ, ভাষা-জ্ঞান, গবেষণা, অনুবাদ সাহিত্য, অর্থনীতি বিষয়ক ৯ হাজার বই রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের কবি, সাহিত্যিক, গবেষক ও মনীষীদের গুরুত্বপূর্ণ বইয়ের সংগ্রহও পাঠাগারে রয়েছে।
