জ্ঞান অর্জনের জন্য চাই বই , মনের খোরাক মেটানোর জন্য চাই বই ।এ জন্য দরকার হরেক রকম বইয়ের সমাহার। কিন্তু এখানে সেটি সম্ভব ছিলনা। কারণ পাঠ্যবই ছাড়া এখানে ভিন্ন বইয়ের দেখা মেলেনা। একটি দৈনিক পত্রিকা পড়তে হলে ১৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত উপজেলা সদর থেকে নিয়ে এসে পড়তে হয়। এটি সবার পক্ষে সম্ভব ছিল না । এখন সেটি পাঠকের জন্য অতীব সহজ। উপকূলীয় পাবলিক লাইব্রেরি সেই অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে। । এই পাঠাগারের বদৌলতে এখন হাত বাড়ালেই মিলছে বই, দৈনিক পত্রিকা ও হরেক রকমের সাময়িকী।
এখানে এসে বইপড়ে আত্মার খোরাক মেটানো যায় নিমিষেই। পাঠাগারের সদস্য হাবিবুর রহমান জানান, এই পাঠাগার না হলে একসাথে আমাদের এতো বইয়ের সমাহার দেখার সুযোগ হতোনা। পাঠাগার হওয়ার আগে আমরা এখানে পাঠ্যবই ছাড়া ভিন্ন কোনো বই পড়ার সুযোগ পাইনি।