২০১০ সাল থেকে উপকূলীয় পাবলিক লাইব্রেরি গ্রামের শতশত শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দিয়ছে। এই শিক্ষাসামগ্রী বিতরণের মূল উদ্দেশ্য হলো-গ্রামীণ জনপদের ছেলমেয়েদেরকে পড়ালেখামুখী করা, পড়াশোনার প্রতি মনোযোগী করে তোলা, উৎসাহ প্রদান করা। অভাবের তাড়নায় পড়ালেখা বিমুখ ছেলেমেয়েদরকে শিক্ষামুখী করা।
বিগত ১৫ বছরে অনেক শিক্ষার্থীকে মাসিক শিক্ষাসামগ্রী প্রদান, ফরম পূরণের ফি, টিউশন ফিসহ গাইড ও বই কেনার জন্য অনেক দারিদ্র শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে পাঠাগারের পক্ষ থেকে।
এসব সুবিধা পেয়ে অনেক শিক্ষার্থী পড়ালেখা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম থেকে মুক্তি পেয়েছে। পাঠাগারের পক্ষ থেকে এখনো শিক্ষাসামগ্রী বিতরণের কর্মসূচী চলমান আছে। প্রতিমাসে শতাধিক শিক্ষার্থীকে প্রদান করা হয় শিক্ষাবৃত্তির উপকরণ।