ছড়িয়ে দিয়েছে বইপাঠ

বাঁশখালীর প্রত্যন্ত এই উপকূলীয় এলাকায় একসময় পাঠ্যবই ছাড়া অন্যকোনো বইয়ের দেখা মিলতোনা। দৈনিক পত্রিকা পড়া ছিল এখারে দূরূহ ব্যাপার। একটি পাঠাগারের বদৌলতে এখন এলাকার শিক্ষার্থীদের হাতে হাতে বইয়ের দেখা মেলে, এই জনপদের ছেলে-মেয়েরা এখন বইয়ের সাথে সাঁকো বেঁধেছে। তৈরি হয়েছে ইচ্ছেমতো সবার বইপড়ার সুযোগ, শিক্ষার্থীদের দোরগোড়ায় হাজারো বই এবং এসেছে দেশ-বিদেশের বিভিন্ন সাময়িকী। গ্রামের পাঁচ বছরের শিশুটিও এখানে অনায়সে দৈনিক পত্রিকা পড়তে পারে এখানে । খুব সহসা জানতে পারছে দেশ- বিদেশের নানান খবরাখবর। প্রতিদিন পাঠাগারের আশপাশ সংলগ্ন এলাকা থেকে পাঠকরা এসে পাঠাগারে বই পড়েন, পছন্দের বইটি ১৫ দিনের জন্য বাড়িতে নিয়ে যায়। এভাবে প্রান্তিক জনপদে বইপাঠ ছড়িয়ে দিয়েছে উপকূলীয় পাবলিক লাইব্রেরি। শুধু তাই কিছু পাঠকের সাথে এই পাঠকদের সাথে বইয়ের একটি সাঁকো তৈরি হয়েছে-গড়ে উঠেছে আত্মার সেতুবন্ধন।