” আমি আপনাদের পাঠাগারের জন্য কিছু বই পাঠাবো, আপনাদের পছন্দের বইয়ের নামের তালিকা থাকলে দিন, আমি কিনে দেওয়ার চেষ্টা করব, তবে শর্ত হলো আমার নাম প্রকাশ করবেননা, আমার এই উপহার পাঠকের জন্য”। কথাগুলো রাজধানী ঢাকার এক ধার্মিক মহিলার। ফোনে এভাবে নিজের অভিব্যক্তির জানান দেন। উনার আগ্রহে আমরা পবিত্র রমজান উপলক্ষ্যে ‘রমজান বিষয়ক’ বই উপহার দেওয়ার জন্য বলি। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ ১৯ টি বই এবং বাংলা অনুবাদকৃত ৫ টি কুরআন মাজিদ উপহার দিয়েছেন। আজ বইগুলো উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে এসে পৌঁছেছে।
প্রতিবছর আমরা রমজান মাসে আমাদের পাঠাগারে ” রমজান কর্নার” চালু করি। পাঠকরা পুরো মাসজুড়ে রমজান বিষয়ক বই পড়েন। রমজান কর্নারের জন্য এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ।
