প্রতিষ্ঠাসন: ২৯ এপ্রিল ২০১০ খ্রি.
প্রতিষ্ঠাতা: মোহাম্মাদ আনোয়ারুল আজীম সাঈফী
অবস্থান: চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী (৭নং ওয়ার্ড) গ্রামের হাজি কালামিয়া পাড়া এলাকায়।
নিবন্ধন প্রতিষ্ঠান : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণগ্রন্থাগার অধিদফতর হতে ২০১৭ সালে নিবন্ধন লাভ করে।
নিবন্ধন নং- চট্ট/৪৫/১৭
পাঠাগারের নিবন্ধিত সদস্য সংখ্যা: ৩ শতাধিক
কর্মকর্তা- কর্মচারী: ৪ জন।
ধরণ: শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি উন্মুক্ত স্বাধীন প্লাটফর্ম এবং সর্বস্তরের মানুষের জ্ঞান চর্চার জন্য একটি বেসরকারি গণপাঠাগার।
বইয়ের সংখ্যা: ৭৫৬০ টি ( জুন ২০২৩)
স্থাপনা তথ্য: পাঠাগারের ভবন ও জমি নিজস্ব। পাঠাগারের নামে ক্রয়কৃত জমির পরিমাণ ২২ শতক।
দূরত্ব: চট্টগ্রাম শহর থেকে পাঠাগারের দূরত্ব ৬৩ কিলোমিটার।
পরিচালনা নীতি: ৭ সদস্যের গঠিত কার্যকরি কমিটির মাধ্যমে পাঠাগারের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।
পাঠাগারের সময়সূচী : সপ্তাহের ৬ দিন বিকাল ২ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পাঠকের জন্য উন্মুক্ত এবং প্রতি মঙ্গলবার পাঠাগারের সাপ্তাহিক বন্ধের দিন।
বইয়ের ধরণ: ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, কবিতা, গল্প, আত্মজীবনী, মুক্তিযুদ্ধ, ধর্ম, একুশ, অভিধান, গবেষনা ও ক্লাসিক্যাল বই।