আজীবন সদস্য

সাইফী আনোয়ারুল আজিম
পরিচালক
রফিকুল ইসলাম
সদস্য
সুলতানা তাসনিম
লাইব্রেরী সহযোগী
সদস্য আহ্বান

উপকূলীয় পাবলিক লাইব্রেরির গঠনতন্ত্র মোতাবেক ‘আজীবন সদস্য’, ‘দাতা সদস্য’ পদ প্রদান করা হয়। দাতা সদস্য, আজীবন সদস্য ও লাইব্রেরির কল্যাণার্থে যে কোনো সুপরামর্শ দিতে পারবেন। এ দুটি পরিষদের সদস্যগণ থেকে সংগৃহীত এককালীন অনুদান লাইব্রেরির উন্নয়ন ও প্রকল্প কাজে ব্যয় করা হবে।
লাইব্রেরি মর নীতি ও আদর্শের সঙ্গে একমত এরকম যে কেউ আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।

আজীবন সদস্য
যারা লাইব্রেরির কল্যাণার্থে এককালীন কমপক্ষে ১০ হাজার টাকা প্রদান লাইব্রেরির ফাণ্ডে দান করলে আজীবন সদস্য হিসেবে গণ্য হবেন।

আজীবন সদস্য

লাইব্রেরির আজীবন সদস্যপদ যাঁরা লাভ করবেন, তারা লাইব্রেরির শুভানুধ্যায়ী ও উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন। লাইব্রেরির পরিচালনা পর্ষদ প্রতি ৬ মাস অন্তর আজীবন সদস্যদের লাইব্রেরির কার্যক্রম অবহিত করবেন, তাঁদের পরামর্শ গ্রহণ করবেন। আজীবন সদস্যরা সাধারণ সভায় ভোটদানের অধিকারী হবেননা।
এক্ষেত্রে দাতা ও আজীবন সদস্যদের নিয়ে লাইব্রেরির উপদেষ্টা পর্ষদ গঠন করে তাঁদেরকে যুক্ত করা যেতে পারে।

দাতা সদস্য:

দাতা সদস্যগণ লাইব্রেরির পৃষ্টপোষক ও শুভানুধ্যায়ী হিসেবে গণ্য হবেন। কার্যকরি কমিটি বছরে ২ বার কিংবা ১ বার দাতা সদস্যদের লাইব্রেরির যাবতীয় কার্যক্রম সম্পর্কে অবহিত করবেন এবং লাইব্রেরি পরিচালনায় তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করবেন। তবে দাতা সদস্যরা কোনো সভায় ভোটদানের অধিকারী হবেননা।

সদস্য হওয়ার নিয়ম:

গঠনতন্ত্রের বর্ণিত ধারা অনুসারে নির্ধারিত সদস্য ফি প্রদান করে ফরম পূরণ করতে হবে।
উপরিউক্ত শর্ত সাপেক্ষে যে কোনো নারী-পুরুষ লাইব্রেরির দাতা বা আজীবন সদস্য হতে পারবেন