Kamil Tüzün : ilerleme cesaretimiz

Bizi Türkiye’yle tanıştırdı, Türkiye tarihini tanıma fırsatı yarattı. Onun bizimle teması olmasaydı Türkiye’yi, Türk tarihini, geleneklerini, Osmanlı İmparatorluğu tarihini asla bilemeyecektik. Onun cömertliğini anlatmayı bitiremeyiz. Allah Teala bu adamın ruhunu iman ve cömertlikle yarattı. Ona derin saygı duyuyoruz, ona öğretmen diyoruz. O bizim şerefimizin taşıyıcısıdır. Onun bize olan inancı, sevgisi ve manevi desteği inançlı bir köprüdür.

Kütüphane inşaatının başında tanıştığımız Kamil Tüzün sayesinde kütüphanemizi geliştirmenin yolunu bulduk. Onun manevi desteği ilerlememize yardımcı oldu. Kütüphanenin kurulmasında ve kütüphanedeki yüzlerce öğrencinin öğrenim görmesine burs sağlanmasında onun katkısı büyüktür. Kamil Tüzün’ün desteğiyle çok sayıda öğrenci eğitim görüyor.

Hocam Kamil Tüzün tarafından kütüphanede Kur’an-ı Kerim ve eğitim materyallerinin öğrencilere dağıtılması (13 Mart 2020).

Hocam’la görüşmemiz : Ağustos 2017. Binlerce Arakanlı Müslüman mülteci, Myanmar’ın kötü şöhretli ordusunun katliamlarından kaçmak için Bangladeş’e sığındı. Arakanlı Müslüman mülteciler Bangladeş’e sığındıklarında kendilerine dış yardım gelmedi. Günlük gazetede mültecilerin aç olduğunu, çocukların yemek için ağladığını, annenin kucağında emzirdiği bebeğiyle yemek için ağladığını gördük. Anne ve babasını kaybetmiş çocukların çığlıkları tüm sınır bölgesini tehdit ediyor.

Gazete ve televizyonlarda bu kadar üzücü sahneler görünce Bangladeş halkının yüreği uyandı. Cuma günü ülkedeki hemen hemen tüm camilere Arakanlı mülteci Müslümanlar için gıda, kıyafet ve çadır konusunda işbirliği yapma çağrısı yapıldı. Haberlerde gördük, çocuklu anneler yağmurda açık havada ıslanıyor. Kimisi dağlarda ağaçların altına sığınmış, kimisi yakınları için ağlıyor, kimisi yemek için bağırıyor, çocuğun açlığını gidermek için yol kenarında pozisyon almış.

12 Eylül 2017 Salı. Sabah erken saatlerde 7 kişilik ekip, çocuklara yönelik kuru gıda, paket süt, bisküvi ve kıyafetle Cox’s Bazar ilçesinde bulunan Arakan mülteci kampına gitti. Arabamız kampa yaklaşırken yolda yardım bekleyen mülteciler arabamızın etrafını sardı. İlerlemenin bir yolunu bulamadık. İlk Arakanlı mültecileri gördük. Binlerce mülteci. Onların aç bedenlerini, zayıflamış vücutlarını, kucaklarında emzirdikleri bebekleriyle yol kenarında oturan annelerini görünce acı duyduk. Anne çocuğunu kurtarmak için yemek için ağlıyor. Annenin aç bedeni. Bu aç bir durum!

Kucağında bebeği olan her anneye bir paket süt ve bisküvi verirdik. O gün 300 çocuğun annesine süt ve bisküvi verdik. Yaşlılara ise kuru gıda ve kıyafet verdim.

Bu akşam Arakan Mülteci Kampından döndük. Yolda kişisel facebook kimliğimize yiyecek dağıtımının bazı resimlerini yayınlıyoruz. Fotoğrafların paylaşılmasının ardından öğretmen Kamil Tujun gönderiye yorum yaptı. Ama dilin harfleri İngilizceye benziyor ama İngilizce değil. Google’da araştırınca Türkçe yazdığını ve kendisinin Türkiye vatandaşı olduğunu fark ettim. İnsani çalışmalarımızı çok güzel sözlerle övdü, yerinden edilmiş Arakanlı Müslümanlar için dua etti. O günden itibaren Kamil Tüzün ile başlayan ve günümüze kadar devam eden yolculuğumuz

Hocam Kamil Tüzün ve bazı Türk kardeşler Bangladeş’te kurban kesiyor (12 Ağustos 2019)

Kamil Tüzün fiziki olarak ülkemizden uzakta olsa da ruhu bizimle. Onun kalbinde bize karşı gerçek bir sevgi var. Onun sayesinde Türkiye’yi, Türkiye’nin kültürünü, medeniyetini, insanlarının nezaketini ilk kez onun sayesinde tanıdık, Kamil Tüzün’le güzel bir dostluk geliştirince aramızdaki derin güvenden bir güven köprüsü oluştu.

Kütüphaneden Türkiye tarihi, Osmanlı tarihi ile ilgili kitaplar almaya başladık. Türkiye ile ilgili kitapların olduğu ayrı bir raf açıyoruz. Kütüphane üyelerimiz Türkçe kitaplar okumaya, Türkiye’yi tanımaya başladılar. Kasabanın Türkiye hakkında hiçbir bilgisi yoktu. Bugün o kasabanın yedi yaşındaki bir çocuğu Türkiye’yi öğrenebiliyor. Eğer Kamil Tüzün ile tanışmasaydık bu asla mümkün olmayacaktı.

2018 yılından bu yana çeşitli krizlerde yanımızda oldu. Krizde her zaman yanımızdadır. Onun manevi duası hayatta kalma ve ilerleme cesaretimizdir. Türkiye’nin bu güvenilir hocasına tüm kütüphanemizden derin saygı ve sevgiler.

 

কামিল তুজুন: আমাদের এগিয়ে নেওয়ার সহযাত্রী

Bangladeş’teki Arakan Müslüman mülteci kampının yolu yakınında gıda yardımı dağıtımı yapıyorum. 12 Eylül 2017 Salı. Facebook paylaşımında yayınlanan fotoğraf üzerinden Kamil Tüzün hocamızla röportaj

যিনি আমাদেরকে তুরস্ক চিনিয়েছেন, তুরস্কের ইতিহাস জানার সুযোগ তৈরি করে দিয়েছেন। আমাদের সাথে তার যোগাযোগ না হলে কখনো তুরস্ক এবং তুরস্কের ইতিহাস, ঐতিহ্য এবং অটোমান সাম্রাজ্যের ইতিহাস সর্ম্পকে জানা হতো না। তিনি তুরস্কের কাইসারি শহরের নাগরিক- একজন কুরআনে হাফিজ এবং অবসরপ্রাপ্ত ইমাম। আমরা তার উদারতা র্বণনা করে শেষ করতে পারবনা। আল্লাহ তায়ালা এই মানুষটার আত্মাকে বিশ্বাস আর উদারতার পরশ দিয়ে সৃষ্টি করেছেন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধা করি, শিক্ষক বলে ডাকি। তিনি আমাদের সম্মানের বাহক। আমাদের প্রতি তার বিশ্বাস, ভালবাসা এবং নৈতিক সমর্থন একটি বিশ্বস্ত সেতুবন্ধন। আমরা কামিল তুজুনের মাধ্যমে আমাদের পাঠাগারকে এগিয়ে নেওয়ার পথ খুঁজে পেয়েছিলাম, পাঠাগার নির্মাণের শুরুতে আমরা তার সাথে পরিচয় লাভ করি। তার নৈতিক সমর্থন আমাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। পাঠাগার নির্মাণ এবং পাঠাগারের শতাধিক শিক্ষার্থীর পড়ালেখার জন্য শিক্ষাবৃত্তি প্রদানে তার অবদান অনেক বেশি। অনেক শিক্ষার্থী কামিল তুজুনের মাধ্যমে প্রাপ্ত সহযোগিতা নিয়ে পড়ালেখা করছেন।

আমাদের সাথে পরিচয়: ২০১৭ সালের আগস্ট মাস। মিয়ানমারের কুখ্যাত সামরিক বাহিনীর গণহত্যা থেকে বাচতে হাজার হাজার আরাকান মুসলিম শরণার্থী আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করেন। আরাকান মুসলিম শরণার্থীরা যখন বাংলাদেশে আশ্রয় নেন, তখনো তঁদের জন্য বিদেশি সাহায্য আসেনি। দৈনিক পত্রিকায় আমরা দেখতে পেলাম শরণার্থীরা খুব ক্ষুধার্ত, শিশুরা খাবারের জন্য কান্না করছেন, কোলে দুগ্ধ শিশুকে নিয়ে মা খাবারের জন্য কান্না করছেন। বাবা-মা হারোনো শিশুদের আর্তনাদে বিপন্ন হয়ে ওঠে পুরো সীমান্ত এলাকা।
সংবাদপত্র এবং টেলিভিশনে এমন কষ্টদায়ক দৃশ্য দেখে বাংলাদেশের মানুষরে হৃদয় সহানুভূতি জাগ্রত। শুক্রবার দেশের প্রায় মসজিদ থেকে আহ্বান জানানো হলো সামর্থ অনুযায়ী আরাকানের শরণার্থী মুসলিমদের জন্য খাবার, পোশাক এবং তাঁবু নিয়ে সহযোগিতা করতে । আমরা খবরে দেখতে পেলাম , বৃষ্টিতে খোলা আকাশের নিচে শিশু সন্তান নিয়ে মায়েরা ভিজতেছে। কেউ পাহাড়ে গাছের নিচে আশ্রয় নিয়েছে, কেউ স্বজনদের জন্য কান্না করছে, কেউ খাবারের জন্য চিৎকার করছে, সন্তানের ক্ষুধা মেটাতে তারা পথের ধারে অবস্থান নিয়েছেন।

১২ সেপ্টম্বর ২০১৭ মঙ্গলবার। খুব ভোরে আমরা ৭ জনের একটি টিম শুকনো খাবার, শিশুদের জন্য প্যাকেট দুধ, বিস্কুট এবং পোশাক নিয়ে কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া আরাকানের শরণার্থী ক্যাম্পে চলে আসি। আমাদের গাড়ি যখন ক্যাম্পের নিকটবর্তী হতে লাগলো , তখন রাস্তায় ত্রাণের জন্য অপেক্ষামান শরণার্থীরা আমাদের গাড়ি ঘিরে ফেলে। সামনে এগিয়ে যাওয়ার মতো উপায় আমরা পেলামনা। আমরা প্রথম আরাকান শরণার্থীদের দেখতে পেলাম। হাজার হাজার শরণার্থী। আমরা তাদের ক্ষুধার্ত শরীর দেখে কষ্ট পেলাম, তাদের শরীর দুর্বল হয়ে গেছে, কোলে দুধের শিশু নিয়ে মা রাস্তার পাশে বসে আছেন। মা শিশুকে বাঁচানোর জন্য খাবার চেয়ে কান্না করছেন। মায়ের ক্ষুধার্ত শরীর। এ যেনো এক ক্ষুধার্ত রাজ্য!
আমরা যে মায়ের কোলে শিশু সন্তান দেখতে পেতাম- সে মায়ের হাতে এক প্যাকেট দুধ আর বিস্কুট তুলে দিতাম। সেদিন আমরা ৩০০ শিশুর মায়ের হাতে দুধ আর বিস্কুট দিয়েছিলাম। আর বয়স্কদেরকে দিয়েছিলাম শুকনো খাবার আর পোশাক।

 

১৭ জুন ২০২৪ ইং তারিখে বাংলাদেশে কামিল তুজুন আমাদের পাঠাগারের সদস্য এবং গ্রামের দারিদ্র মানুষের জন্য একটি কুরবানির ব্যবস্থা করে দেন।

এদিন সন্ধ্যায় আমরা আরাকান শরণার্থী ক্যাম্প থেকে ফিরে আসি। আসার পথে আমরা ব্যক্তিগত ফেসবুক আইডিতে খাদ্য বিতরণের কিছু ছবি পোস্ট করি। ছবিগুলো পোস্ট করার পর শিক্ষক কামিল তুজুন পোস্টে কমেন্টস করেছেন। কিন্তু ভাষার বর্ণগুলো দেখতে ইংরেজির মতো হলেও সেগুলো ইংরেজী নয়। গুগলে সার্চ করার পর বুঝতে পারলাম এটি তুর্কি লেখা এবং তিনি তুরস্কের নাগরিক । খুব সুন্দর ভাষায় তিনি আমাদের মানবিক কাজের প্রসংশা করেছেন, দেশান্তরিত আরাকান মুসলিমদের জন্য দোআ করছেন। সেদিন থেকে কামিল তুজুনের সাথে আমাদের যাত্রা শুরু হয়, যা এখনো অব্যাহত

কামিল তুজুন আমাদের দেশ থেকে শারীরিকভাবে বহু দূরে থাকলেও তার আত্মা আমাদের সাথে আছে। তাঁর বুকের ভেতর আছে আমাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা । আমরা তার মাধ্যমে প্রথমে তুরস্ক সর্ম্পকে জানতে পারি, তুরস্কের সংস্কৃতি এবং সভ্যতা আর মানুষের উদারতা সর্ম্পকে জানতে পারি, একসময় কামিল তুজুনের সাথে আমাদের ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, আমাদের গভীর বিশ্বাস থেকে একটি আস্থার সেতু তৈরি হয়।

১২ সেপ্টেম্বর ২০১৭ সালে আমরা কক্সবাজারের উখিয়া আরাকান মুসলিম শরণার্থী ক্যাম্পে খাদ্য, দুধ, বিস্কুট ও পোশাক বিতরণ করছি

আমরা লাইব্রেরীতে তুরস্কের ইতিহাস, অটোমান সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কিত বই ক্রয় করা শুরু করি। আমরা তুরস্ক সর্ম্পকিত বইগুলো নিয়ে একটি আলাদা শেলফ খুলি। আমাদের পাঠাগারের সদস্যরা তুরস্কের বইপড়া শুরু করেন, তারা তুরস্ক সর্ম্পকে জানতে শুরু করেন। যে জনপদে কখনো তুরস্ক সর্ম্পকে কিছু জানা ছিলনা। সেই জনপদে আজ সাত বছরের একজন শিশু তুরস্ক সর্ম্পকে জানতে পারে। এটা কখনো সম্ভব হতো না-যদি কামিল তুজুনের সাথে আমাদের পরিচয় না হতো।

তিনি ২০১৮ সাল থেকে নানা সংকটে আমাদের পাশে থেকেছেন । আমাদের সংকটে তিনি সবসময় পাশে থাকেন। তার আধ্যাত্মিক দোআ আমাদের টিকে থাকা এবং এগিয়ে যাওয়ার সাহস। তুরস্কের এই বিশ্বাসী শিক্ষকের প্রতি আমাদের লাইব্রেরির সকলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালবাসা।

Yazar: Saifee Anwarul Azim,Upakuliya Public Library ( Kıyı Halk Kütüphanesi) Kurucusu ve Müdürü.
Bangladeşli bir yazar ve insani aktivist