জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রদান করা হয়েছে মানসম্মত ১২০ টি বই। উপকূলীয় পাবলিক লাইব্রেরির প্রতিনিধি দিদার হোসাইন জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বইগুলো গ্রহণ করেন। দেশের অনুদানপ্রাপ্ত গণপাঠাগার সমূহে প্রদানের জন্য সংগৃহীত বইগুলো মানসম্মত। বইগুলো পড়ে পাঠক তার আত্মার চাহিদা মেটাতে পারবে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গ্রন্থকেন্দ্র থেকে যেনো মানসম্মত বই প্রদান করা হয়। আশাকরি আগামীতে প্রতিষ্ঠানটি আরও মানসম্মত বই প্রদানে উদ্যোগ গ্রহণ করবে।
