তোমরা ভালো পাঠক হও, হয়ে ওঠো লেখক

” বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা
শিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনা।
আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা
উদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা:
তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে,
ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।”
—-সুকান্ত
আগামীর প্রত্যাশা:
তোমরা ভালো পাঠক হয়ে ওঠো, হয়ে ওঠো লেখক, নিজের আত্মায় জাগ্রত করো মনুষ্যত্ব। তোমরাই আগামীর কাণ্ডারি।