জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার সারাদেশের সরকারি ও বেসরকারি এক হাজার গ্রন্থাগারে স্থাপন করে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’। এরই ধারাবাহিকতায় প্রান্তিকের গণপাঠাগারটিতেও স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার। এই কর্নারের মাধ্যমে উপকূল এলাকার হাজারো শিক্ষার্থী খুব সহজে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সুযোগ লাভ করেছে।
অংশগ্রহণ করেছে শত গ্রন্থাগারের কর্মসূচীতে:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয় ও জাতীয় গ্রন্থাগারের তত্তাবধানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারে পড়ি বঙ্গবন্ধুর বই সোনার মানুষ হই’ শীর্ষক কর্মসূচীতে সফলভাবে অংশগ্রহণ করেছে উপকূলীয় পাবলিক লাইব্রেরী। এই কর্মসূচীতে লাইব্রেরীর ১০ জন সদস্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই কর্মসূচীতে অংশগ্রহণ করে পাঠাগারটি চট্টগ্রাম বিভাগে গ বিভাগে প্রথমস্থান অধিকার করে।