গত ৫ জুন চট্টগ্রামের নানন্দিক সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘খড়িমাটি ‘ থেকে প্রান্তিকের গণপাঠাগার উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে উপহার হিসেবে প্রদান করা হয় ১০০ টি বই। পাঠাগারের পক্ষে বইগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাঈফী আনোয়ারুল আজীম।
উপহার দেওয়া বইয়ের মধ্যে রয়েছে কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য ও ইতিহাস-ঐতিহ্য বিষয়ক গ্রন্থ।
‘খড়িমাটি’ প্রকাশনীর এই উদার ও নিঃস্বার্থ বইদান সহায়তা আমাদেরকে সত্যিই বিস্মিত করেছে। এই প্রকাশনীর নিঃস্বার্থ সমর্থন আমাদের চলমান পাঠ কার্যক্রমকে আরও বেশি গতিশীল করে তুলতে অনুপ্রেরণা যোগাবে।
খড়িমাটি প্রকাশনীর প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি; একশত বই নিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।
বই প্রদানের তারিখ: ৫ জুন ২০২৪ খ্রি.