নারী পাঠকরা এখন অনেক সাহসী এবং প্রতিবাদী

শুরুতেই যখন লাইব্রেরিতে নারী পাঠকরা আসা শুরু করেন, তখন তারা নানা কটূক্তির সম্মুখীন হন। তারা এগুলোকে মোকাবেলা করতে শিখেন, সাহসের ভুমিকা রেখে প্রতিবাদীর ভুমিকা রাখেন। একসময় এসব কটূক্তি বন্ধ হয়ে যায়, এলাকার মানুষ বুঝতে পারে বহুমুখী জ্ঞানার্জনের জন্য পাঠাগারের বিকল্প নেই। পাঠাগার-ই পারে একটি জ্ঞানবান্ধব জাতি উপহার দিতে। পাঠগারের গ্রন্থাগারিক কলি আকতার জানান, কারো কালো চক্ষু কিংবা কটূক্তিতে কোনো পাঠক যেনো হতাশায় না ভোগেন , সেই বিষয়গুলো নিয়ে উন্মুক্ত আলোচনা করে পাঠকের মনে লুকিয়ে থাকা ভয়গুলো ভেঙে দিয়েছি আমরা। মনের সংকোচগুলো দুর করতে অসীম সাহসের বাণী শুনিয়েছি। সমাজের অন্ধ কূসংস্কারাচ্ছন্ন মনোভাব প্রকাশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে অনুপ্রেরণা যুগিয়েছি। আমাদের নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে একসময় নারী পাঠকদের মনোবল দৃঢ় হয়। তারা রীতিমত সাহসী হয়ে ওঠেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন।